আসসালামু আলাইকুম / আদাব।
কিছুদিন আগেও পৃথিমপাশা ইউনিয়ন নির্বাচনে অনেককে বলতে শুনেছি -- টাকার কুমিরকে নির্বাচিত করলে নাকি রবিরবাজার উপজেলা হয়ে যাবে।
হায়, ইউনিয়নের সামনে জলাবদ্ধতা, ভাঙ্গা রাস্তা দেখলে সারাটা ইউনিয়নের অবস্থা সহজে অনুমান করা যায়। এই যেন বাতির নিচ অন্ধকার।
আজ কর্মধা ইউনিয়নের ৬ নং ওয়াডের উপনির্বাচনে অনেক প্রার্থীকে অনেক বড় বড় কথা বলতে শুনি। নির্বাচিত হলে তারা যেন তাদের পকেট থেকে সব কাজ করে দিবেন। এগুলো সবই ধোঁকা। কেউই পকেট থেকে উন্নয়ন করে না। উন্নয়ন তার পক্ষেই সম্ভব, যে উপজেলা ও জেলা থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উন্নয়নমূলক কাজ বাঘিয়ে নিয়ে আসতে সক্ষম।
তাই আসুন, দল মত নির্বিশেষে আমরা যারা উন্নয়নের পক্ষে, তারা আপেল মার্কায় আমাদের মহামূল্যবান ভোট দিয়ে মোজাম্মেল হক লিটন কে নির্বাচিত করি। একজন যোগ্য প্রার্থী কে আমরা গড়ে তুলি। সবাই মিলে একজন তরুন মেম্বার নির্বাচিত করি। যেন সাধারণ মানুষের পক্ষে কথা বলার মত একজন লোক থানা ও জেলা পর্যায়ে আমাদের ওয়ানডের প্রতিনিধিত্ব করতে পারেন।
একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে একজন তরুনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। তরুনদের বেশি বেশি সমর্থন জানাই। যেন আমাদের বাচ্চা কাচ্চারা ভালো কাজে উৎসাহী হয়। আপনার আমার সন্তান যেন আগামীতে ভাল কাজে অংশ নেয়ার সৎ সাহস করতে পারে।
সবাই ভাল থাকুন। আর আপনাদের সুবিবেচিত সিদ্ধান্তে আপেল মার্কাকে বিজয়ী করুন।
ধন্যবাদ
মো ওবায়দুল হক সিপন
ফ্রিলেন্স ওয়েব ডেভেলপার ও সাংবাদিক
পরিচালক - আইটিহল,
এসএম মার্কেট, রবিরবাজার।