Iklan

header ads

এসএসসি পরীক্ষা শেষে ৩ মাসেই দক্ষ ফ্রিলেন্সার হয়ে উঠার সুযোগ দিচ্ছে আইটিহল

এসএসসি পরীক্ষা শেষে ৩ মাস খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ জীবন হয়ে উঠবে আরও বেশি কর্মমুখী।  আর কর্মমুখী জীবনই সুখী জীবন, সফল জীবন। 

দক্ষ ফ্রিলেন্সার


একটা সময় ছিল যখন আমরা এসএসসি পরীক্ষার পর ৩ মাস সময় শুধু বেসিক কম্পিউটার সার্টিফিকেট কোর্স করার পেছনে ব্যায় করেছি। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবার সময় এসেছে ভিন্ন কিছু চিন্তা করার। যত বেশী আপডেট করবেন নিজেকে, কর্মক্ষেত্রে ততই ভেলু বাড়বে।

গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যাপ ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, ভিডিও এডিটিং সহ অসংখ্য প্রফেশনাল কোর্স রয়েছে যা করতে পারলে ফ্রিলেন্স আউটসোর্সিং সহ জব সেক্টরেও পাওয়া যাবে বাড়তি সুযোগ। কিন্তু সময় তো মাত্র ৩ মাস!  এই ৩ মাসে কি শিখব আর শিখা উচিত? সঠিক গাইড লাইন কি হতে পারে?

তাছাড়া যারা চাকুরীজীবি তারাও প্রফেশনাল কোর্স করার আগ্রহ থাকার পরও সময় ও সুযোগের অভাবে কিছু করতে পারছেন না। আইটিহল আপনাদের সামনে নিয়ে এসেছে এক অভাবনীয় সুযোগ। 


মাত্র ১ মাসে শেষ করতে পারবেন বেসিক কম্পিউটার সার্টিফিকেট কোর্স, মাত্র ৬ দিনে শিখতে পারবেন গ্রাফিক্স ডিজাইন। মাত্র ৬ দিনে শিখতে পারবেন ইমেল মার্কেটিং। মাত্র ২ দিন সকাল সন্ধ্যা ওয়ার্কশপ করে হয়ে উঠতে পারেন প্রফেশনাল ফ্রিল্যান্সার।  কিভাবে সম্ভব?  

টুটাল কোর্সকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে অল্প সময়ে সব কিছু শিখতে পারেন। আর দ্রুত শেখার জন্য লেসনগুলো ভিডিও টিউটরিয়াল সিরিজ বানিয়ে দিয়ে দেয়া হবে। প্রত্যেকের হাতে এখন মোবাইল রয়েছে।  ক্লাসে যা শিখবেন তা যদি বাসায় মোবাইলে ভিডিও দেখতে পারেন তাহলে যা শিখবেন তা ভুল পড়বে না আর শিখা যাবে আগের চেয়ে দ্রুত।  তাই অল্প সময়ে কোর্স শেষ করা এখন আর কোন ব্যাপারই না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাই জীবনে গতি বাড়াতে হবে। ৩ মাসে অন্যরা যেখানে বেসিক কম্পিউটার সার্টিফিকেট কোর্স শেষ করবে সেখানে আপনি হয়ে উঠবেন দক্ষ জনশক্তিতে। 

আপনাদের মধ্যে যাদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তারা এই সুযোগকে কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। 

সর্টকোর্সসমূহঃ
১। বেসিক কম্পিউটার সার্টিফিকেট কোর্স। ১৫ দিন।
২। এডভান্স কম্পিউটার সার্টিফিকেট কোর্স। ৩০ দিন।
৩। বেসিক গ্রাফিক্স ডিজাইন। ৬ দিন।
৪। এডভান্স প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। ১২ দিন।
৫। প্রফেশনাল ইমেল মার্কেটিং। ৬ দিন।
৬। মাল্টমিডিয়া ভিডিও এডিটিং। ৬ দিন।
৭। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। ৩০ দিন।
৮। অ্যাপ ডিজাইন ও ডেভেলপমেন্ট। ৩০ দিন।
৯। ২ডি ও ৩ডি গ্রাফিক্স অ্যানিমেশন। ১৫ দিন।
১০। ডিজিটাল মার্কেটিং। ১৫ দিন।
১১। ইথিক্যাল হ্যাকিং। ১৫ দিন।
১২। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট।  ৬ দিন।

ওয়ার্কশপঃ
১। বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট - ২ দিন।
২। ফ্রিলেন্স আউটসোর্সিং - ২ দিন।
৩। ব্লগিং ফর এডসেন্স - ২ দিন।
৪। অনলাইন বিজনেস - ১ দিন।
৫। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন - ১ দিন।


সর্টকোর্সে ২ ঘন্টা করে প্রতিটি ক্লাস নেয়া হবে। আর ওয়ার্কশপের ক্লাস হবে সকাল থেকে সন্ধা পর্যন্ত।  ওয়ার্কশপ ১-২ দিনের জন্য নেয়া হবে।  সর্টকোর্স ৬ দিন থেকে ৩০ দিন পর্যন্ত হতে পারে। যে যত দ্রুত শিখতে পারবেন তার কোর্স তত আগে শেষ হবে।


নিশ্চয়ই আপনার মাথায় কোন প্রশ্ন আছে?  নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ নক দিন 01929766847

ওবায়দুল হক
আইটিহল (ফ্রিলেন্স আউটসোর্সিং ল্যাব),
এসএম মার্কেট, রবিরবাজার।