আসসালামু আলাইকুম, ফেইসবুকে ফলোয়ার / লাইক বাড়ানোর জন্য আমরা অনেক সময় পেইড বুস্টিং করার প্রয়োজন হয়। যেন দ্রত আমরা আমাদের পেইজকে ও বিজনেসকে গ্রো করতে পারি।
কম টাকায় সার্ভিস দিতে গিয়ে কেউ কেউ থার্ট পার্টি মার্কেট থেকে লাইক ও ফলোয়ার প্রভাইড করেন। এতে পেইজে লাইক ও ফলোয়ার বাড়লেও সেটা নামমাত্র। তাদের কাছে কোন প্রডাক্ট সেল তো দূরের কথা নতুন পোস্টে রেসপন্স পর্যন্ত পাওয়া যায় না। কেননা সেসব আইডি ফেইক, ভিন্ন ভিন্ন লোকেশনের, ভিন্ন ভিন্ন পেশার আইডি এবং বেশিরভাগ ব্যবহারকারী শুধুমাত্র লাইক বাড়ানোর জন্যই সেসব মার্কেটপ্লেসে মাল্টিপল / বাল্ক আইডি ব্যবহার করেন।
সব সেলার যদি আপনার আইডি ফলো করে তাহলে আপনি সেল করবেন কার কাছে?
তাই রিয়েল ডলার খরচ করে বুস্টিং করলে ফেইসবুক আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পেজ প্রমোট করবে। ফলে লাইক পেতে টাকা বেশি খরচ হবে ঠিকই কিন্তু সেসব ফলোযারের কাছে আপনার প্রডাক্ট সেল করার সম্ভাবনা আছে।
আমরা নিজেরাই রিয়েল ডলার দিয়ে আমাদের কার্ডের মাধ্যমে বুস্ট করে থাকি। একেক সময় ডলার রেট কম বেশির কারনে রেটও ভিন্ন ভিন্ন হয়।
কমপক্ষে ৫ ডলারের বুস্টিং করতে পারেন। ৫ ডলারের সাথে আরও ৭৫ সেন্ট ভ্যাট এড হবে। ৫.৭৫ ডলারের বুস্টিং এ আপনার খরচ হবে ৫.৭৫*১২৫= ৬৬২ টাকা। এড লাইভ হওয়ার সাথে সাথে বিকাশে পে করতে হবে।
বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নক দিন >>> 01718023759 নাম্বারে।