Iklan

header ads

জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার জন্য চীন সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার জন্য চীন সফরে যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (২৯ মে) সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্প নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতি দেখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রীর অভিযোগ, বিভিন্ন দেশ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কথা জানালেও একমাত্র কানাডা ছাড়া রোহিঙ্গাদের নেয়নি অন্য কোনো দেশ। 

তবে প্রত্যাবাসনের বিষয়ে চীনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপিয় ইউনিয়নসহ (ইউ) শতাধিক বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণে সরকারের সহযোগিতা চায় ইলেকশন মনিটরিং ফোরাম। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাত করে এই  সুপারিশ করেছে তারা।