Iklan

header ads

বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল কলেজের ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলাপমেন্ট সার্ভিস দিচ্ছে আইটিহল

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি স্কুলের ওয়েবসাইট সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ডিজাইন ও ডেভেলাপ করে আইএমস সার্ভারে আপডেট দিতে হবে। 

ইতিপূর্বে আমরা অনেকেই ওয়েবসাইট বানিয়েছিলাম। অধিকাংশই বাইরের ডেভেলপার দিয়ে কাজ করানোর কারণে প্রয়োজনের সময় তাদের আর পাওয়া যায় নি। আবার অনেকেই আপডেট করেননি তাই তাদেরও ওয়েবসাইট আর নেই। 

স্কুল কলেজের ওয়েবসাইট



আইটিহল আপনাদেরই এলাকার একটি প্রতিষ্ঠান। বিগত ৫ বছর ধরে আমরা আইটি সেবা দিয়ে আসছি। রবিরবাজারে আমাদের অফিস রযেছে তাই যেকোন পরামর্শে সরাসরি দেখা করতে পারবেন এবং কাজ করাতে পারবেন। 

কাউকে দিয়ে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করানোর আগে ৩ টি প্রশ্ন করবেন।
১। ওয়েবসাইট কোন প্লাটফরমে তৈরি করে দেয়া হবে।
২। সাইটে সিকিউরিটি সিস্টেমে কি কি রাখা হবে।
৩। সাপোর্ট কতদিন দেয়া হবে।

যদি আপনার ডেভেলপার বলে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করে দিবে তবে কোন কিছু চিন্তা না করে তাকে রিজেক্ট করে দিবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যান্টেইন করার মতো যথেষ্ট এবিলিটি আমাদের এলাকার স্কুল কলেজের কম্পিউটার শিক্ষকদের নেই। তাছাড়া যে কুয়ালিটির হোস্টিং প্রয়োজন তা ওয়েবসাইট তৈরি করার সময় দেয়া হয় না। কম দামে হোস্টিং কিনে দেয়া হয় ফলে কিছুদিনের মধ্যে ইরর আসতে থাকে। ওপেনসোর্স প্লাটফর্ম হওয়ায় কম টাকায় তৈরি করা যায় কিন্তু স্প্যামাররা অটো কমেন্ট থেকে শুরু করে অনেকভাবেই সাইটের ১২ টা বাজিয়ে দেয়। 

অপর দিকে লারাভেল / কডিগনেটরের মতো ফ্রেমওয়ার্কে পিএইচপি বা পাইথন ল্যাঙ্গুয়েজে সাইট তৈরি করলে সাইটের মান ওয়েল স্ট্যান্ডার্ড হয়। সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হয় না। নিজের মতো করে সাইট তৈরি করা যায়।  ভবিষ্যতে আপডেট করা যায়। সাইট ইউজার ফ্রেন্ডলি তাই ব্যবহারে বিরক্ত লাগবে না।

স্কুল কলেজের ওয়েবসাইট

আইটিহল এ কেন ডেভেলাপ করাবেন?
১। ১০০% সিকিউরিটি আপডেট ২৪/৭।
২। অনকল সার্ভিস ও ফেইস টু ফেইস ডেভেলপারের সাথে কন্ট্রাক্ট এবং কন্ট্রাক্টনামাসহ সার্ভিস নিশ্চয়তা।
৩। বাজেট অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইট। 
৪। ২ বছর সার্ভিস ফ্রি ও ২ বছর পর নতুন করে কন্ট্রাক্ট। 
৫। উপযুক্ত দামে ডোমেইন হোস্টিং রিনিউ। 
৬। সরকারী বিধি অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দেয়া হবে। 
৭। সুপার এডমিন প্যানেল, টিচার প্যানেল, স্টুডেন্ট প্যানেল আলাদাভাবে দেয়া হবে।
৮। অনলাইনে ক্লাসরুটিন, ক্লাসনোট দেয়া যাবে।
৯। পরীক্ষা রুটিন অনলাইনে দেয়া যাবে।
১০। টিচারদের তথ্য, স্টুডেন্টদের তথ্য, কমিটির তথ্য সহ সকল তথ্য এডিট / আপডেট করা যাবে।
১১। সহজে কাজ করার জন্য ভিডিও টিউটরিয়াল দেয়া হবে।
১২। হাই স্পীড সার্ভার ও ওয়েবসাইট গুগলে ইনডেক্স করে দেয়া হবে।
১৩। সীমিত বাজেটে ভাল মানের ওয়েবসাইট।
১৪। শিক্ষার্থীরা গল্প / কবিতা লেখালেখি করে সাইটকে সমৃদ্ধ করে গড়ে তুলার সুযোগ।
১৫। ভাল ফলাফল করা শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য এড করার সুযোগ ও নোটিশ বোর্ড। 


বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
আইটিহল, এসএম মার্কেট, রবিরবাজার। 
মোবাইল / হোয়াটসঅ্যাপ : 01718023759