❤❤❤ আসসালামু আলাইকুম, আইটিহল -এর পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আইটিহল সহজ শর্তে স্কুল কলেজ ও মাদ্রাসার ওয়েবসাইট (সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী) ফ্রি প্রদান করছে। শুধুমাত্র আমাদের কোম্পানী থেকে ডোমেইন ও হোস্টিং ব্যবহার করার শর্তে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি।
এককালীন কোন ডেভেলাপমেন্ট পেমেন্ট ছাড়াই ডোমেইন ও হোস্টিং ফি প্রদান করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে নিন।
ডোমেইন ও হোস্টিং চার্য
১। ডোমেইন ফি - .edu.bd -১৬৫০ টাকা (২ বছর)।
২। হোস্টিং ফি - ১০ জিবি হোস্টিং - ১৮০০*২=৩৬০০ টাকা।
মোট ৫,২৫০ টাকা ২ বছরের জন্য। তৃতীয় বছর থেকে মাত্র ২,৫৫০ টাকা বাৎসরিক চার্য প্রদান করে সার্ভিস চলমান রাখতে পারবেন।
কেন আইটিহল এ সার্ভিস নেবেন?
আমরা ২০১৯ সাল থেকে আপনার উপজেলা কুলাউড়ার রবিরবাজার থেকে আইটি সার্ভিস দিচ্ছি। দেশ - বিদেশে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আমরা অসংখ্য ওয়েবসাইট তৈরি করেছি। ২০১২ সাল থেকে আমরা সিলেটের মূল প্রতিষ্ঠান থেকে সার্ভিস দিচ্ছি। সেবা ও বিশ্বস্থতায় আমাদের প্রতিষ্ঠান দেশে ও বিদেশে জনপ্রিয়তা ও আস্থায় সবার সেরা।
সতর্কতা: কিছু প্রতিষ্ঠান পাইরেটেড থীম দিয়ে কম টাকায় ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে। আমরা সম্পূর্ণ্য গ্যারান্টেড সার্ভিস দিচ্ছি। যেকোন সমস্যায় সরাসরি আমরা আপনার প্রতিষ্ঠানে এসে সার্ভিস দেব।
বি.দ্র. যদি আমাদের থেকে অন্য কোম্পানিতে সাইট ট্রান্সফার করে নিতে চান সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট চার্য দিয়ে অন্য সার্ভারে সাইট ট্রান্সফার করে নিতে পারবেন। নতুবা আজীবন আমাদের সার্ভিস বিনামূল্যেই দেয়া হবে।
প্রিমিয়াম প্যাকেজ: সম্পূর্ণ ইউনিক ডিজাইনে কাস্টম ওয়েবসাইট তৈরি করতে এবং ওয়েবসাইটের পাশাপাশি রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেমসহ ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করত চাইলে আমাদের বিভিন্ন প্রাইসে কিছু প্যাকেজ রয়েছে। কাস্টম ডিজাইনের প্যাকেজ ও প্রাইসের জন্য যোগাযোগ করে জেনে নিতে হবে।
স্কুল - কলেজ - মাদ্রাসা ওয়েবাসাইট
ডেভেলাপমেন্ট ল্যাঙ্গুয়েজ: ওয়ার্ডপ্রেস
মূল্য: ফ্রি! (শর্ত প্রযোজ্য)
Demo- https://gigy.store/scdemo/6/
যোগাযোগ - আইটিহল
এসএম মার্কেট, রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট।
মোবাইল : 01718023759 (whatsapp included).
Messenger - http://m.me/ithall.com.bd
Email: ithallservice@gmail.com
Facebook: https://facebook.com/ithall.com.bd
For More >> https://upclerks.com/